এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডিন, চেয়ারম্যান ও শাখা/অফিস প্রধানের অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সনের ডায়েরী প্রস্তুত করার লক্ষ্যে আপনার দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্যাদির হার্ড কপি ও সফটকপি স্বাক্ষর পূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবর কিংবা ই-মেইল (a_basherkhan@pstu.ac.bd) আগামী ১৩-১১-২০২৫খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
প্রফেসর আবুল বাশার খান
সদস্য-সচিব
ডায়েরী -ক্যালেন্ডার মুদ্রণ কমিটি ২০২৫
পবিপ্রবি।