পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-তে নবনিযুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য “উচ্চশিক্ষা ও গবেষণায় নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কৃষি অনুষদের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি নয়, এটি চরিত্র ও মননের বিকাশের পথ। শিক্ষক যদি নৈতিকতায় অবিচল থাকেন, তবে তাঁর শিক্ষার্থীরাও সেই আলোয় আলোকিত হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। নৈতিকতা নিশ্চিত করতে পারলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারব।”
কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “পবিপ্রবি আজ দক্ষিণাঞ্চলের আলোকবর্তিকা। শিক্ষকদের জ্ঞান, সততা ও নিষ্ঠার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।”
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক (অব.) ড. মো. নাজরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মামুন উর রশীদ ও অধ্যাপক ড. মাহবুব রব্বানী।
অংশগ্রহণকারী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সগিরুল ইসলাম মজুমদার বলেন, “শিক্ষকতার নৈতিক মানদণ্ড বিষয়ে এ প্রশিক্ষণ গবেষণা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।”
প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ ইকবাল হোসেন বলেন, “সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। এ কর্মশালা শিক্ষার্থীদের সামনে আদর্শভাবে দাঁড়ানোর নতুন উপলব্ধি দিয়েছে।”
কোর্স ডিরেক্টর ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ এবং কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নূর নবী।
উল্লেখ্য, প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল নবীন শিক্ষকদের মাঝে গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড ও পেশাগত সততা জাগ্রত করা।