“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০০৫”-এর অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও পবিপ্রবি ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যতিক্রমী মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।
পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো এবং ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক রায়হান সরকার হীরা, নবনির্বাচিত সভাপতি নাইমুর রহমান বেনজিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত এক ঘণ্টাব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের মনে গভীর আবেগ ও দেশপ্রেমের সঞ্চার করে।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ফিল্ম সোসাইটির সভাপতি নাইমুর রহমান বেনজিন ও সাধারণ সম্পাদক রায়হান সরকার হীরা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং ফিল্ম সোসাইটির নেতৃবৃন্দ একসাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।