শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও জুলাই ৩৬ হলের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার কেন্দ্র নয় এটি স্বপ্ন গড়ার প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করে না পাশাপাশি নৈতিক, মানবিক এবং সমাজ পরিবর্তনের মানসিকতা নিয়ে গড়ে ওঠে।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর ড. আবুল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন রিজেন্ড বোর্ড মেম্বার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পবিপ্রবির রেজিট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন, এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. ফয়সাল কবির, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ৩৬ হলের হল প্রভোস্ট প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম। স্বাগত বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং পরবর্তী সেগমেন্ট হিসেবে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০টায় প্রীতিভোজের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।