পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৫ আগস্ট ২০২৫ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা তুলে ধরেন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি উপস্থাপন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ খোকন হোসেন এবং সঞ্চালনা করেন কৃষি অনুষদের প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের নবীনবরণ আমাদের জন্য আনন্দময় ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মানেই জীবনের এক নতুন সূচনা। এখান থেকে তোমাদের জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের পথে যাত্রা শুরু হবে। পড়াশোনার পাশাপাশি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ ধারণ করতে হবে। মনে রেখো, শিক্ষার প্রকৃত মূল্য তখনই, যখন তা মানবকল্যাণে ব্যবহৃত হয়। তোমাদের মেধা, নিষ্ঠা ও সৎ প্রচেষ্টা একদিন বাংলাদেশকে খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে নেবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদের সমাজে আলোকবর্তিকা হয়ে আলো ছড়াতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন,”বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন এবং বিতরণের স্থান। শিক্ষার্থীরা যেন পাঠদানে মনোযোগী হয়, সেটিই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য আপনাদের নিজেদেরকে সর্বোচ্চ মানের হিসেবে গড়ে তুলতে হবে।”
আরেক বিশেষ অতিথি মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল লতিফ বলেন,”এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত উন্নত। রেগিং জিরো-এ আনা হয়েছে, ফলে শিক্ষার্থীরা নিরাপদ ও সহায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে।”
এছাড়াও বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. নিজামউদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার ও প্রক্টর আবুল বাশার খান। তারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে সৃজনশীলতা, গবেষণা ও মানবিক মূল্যবোধকে লালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আনোয়ারুল কবির, রাজীব ভট্টাচার্য ও জাফরীন ফেরদৌসী। নবীন শিক্ষার্থীদের অভিব্যক্তি তুলে ধরেন আরাফ আমান দিগন্ত, তৌফিক ইসলাম, আন্নাতুল লাইজা যাবা, ইয়াসমীন আক্তার ও রোমান মোল্লা। সিনিয়রদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান জাহিদুল ইসলাম রাতুল, জান্নাতীন নাইম জীবন, সোহেল রানা জনি ও সোলায়মান বান্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নবীনদের আগমনে পুরো ক্যাম্পাস নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে।