Campus Overview


 

পবিপ্রবি ক্যাম্পাসঃ

 

মূল ক্যাম্পাসঃ

 পটুয়াখালি জেলা শহর থেকে ১৫ কি.মি. উত্তরে এবং বরিশাল বিভাগীয় শহর থেকে ২৮ কি.মি. দক্ষিনে বরিশাল-পটুয়াখালি মহাসড়কের লেবুখালী থেকে ৫ কি.মি. পূর্বে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রাণকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অবস্থিত। এই ক্যাম্পাসের মোট আয়তন ৭৭.০০ একর।

বহিঃস্থ ক্যম্পাসঃ

বহিঃস্থ ক্যাম্পাস বরিশাল জেলার খানপুরা, বাবুগঞ্জে অবস্থিত। এই ক্যাম্পাসের মোট আয়তন ১২.৯৭ একর।

 

এক নজরে ইউটিউবে দেখুনঃ

https://www.youtube.com/watch?v=y8gz6mmB7k0